স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদার হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২২ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে এই নিন্দা জানান এবং ক্ষোভ প্রকাশ করেন।
জি কে গউছ বলেন- জুলুম নির্যাতন করে করে কোনো স্বৈরশাসকের পরিণতিই ভালো হয়নি, আওয়ামীলীগের পরিণতিও ভালো হবে না। দেশের গণতন্ত্র হরণ করে ও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামীলীগ একদলীয় শাসন কায়েম করেছে। নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বিএনপির নেতাকর্মীদের যে জুলুম নির্যাতন আওয়ামীলীগ করছে তা বাংলাদেশের মানুষ ভুলে যাবে না। এই জুলুম নির্যাতনের পরেও একদিন মুক্তিকামি জনতার বিজয় হবে, ইনশাআল্লাহ। সেই দিন আওয়ামীলীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তিনি বলেন- একটি মিথ্যা ও সাজানো মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা সবাই জামিনে ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসাবশত বিএনপি নেতাকর্মীদেরকে করাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করছি।