স্টাফ রিপোর্টার ॥ জনগণের দুর্ভোগ লাঘবে জাতীয় সংসদে বানিয়াচং উপজেলার সুজাতপুর-টুপিয়াজুড়ি-আগুয়া বাজার ও বিথঙ্গলের রাস্তার দাবী জানিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, আইন-বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। পাশাপাশি তিনি বিজয়পুর ব্রীজের কথাও জাতীয় সংসদে তুলে ধরেন। গত বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের কাছে এ দাবী উত্থাপন করেন তিনি। এ সময় জাতীয় সংসদে ৭১ বিধিতে উল্লেখিত দাবীগুলোর একটি নোটিশ উপস্থাপন করেন এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। এ সময় স্পীকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরী জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় হবিগঞ্জ-সুজাতপুর রাস্তার টুপিয়াজুড়ি পয়েন্ট থেকে বিথঙ্গল-ভায়া আগুয়া বাজার সড়ক উন্নয়ন এবং একই রাস্তার ৬ হাজার ৪২০ মিটার চেইনিজে ১২০ মিটার দৈর্ঘ্য বিজয়পুর ব্রীজ নির্মাণ প্রসঙ্গে। আমার নির্বাচনীয় এলাকা হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) এর আওতাধিন হবিগঞ্জ-সুজাতপুর রাস্তার টুপিয়াজুড়ি পয়েন্ট থেকে বিথঙ্গল ভায়া আগুয়া বাজার সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে রাস্তার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। রাস্তা দিয়ে গাড়িসহ জনগণের চলাচলে অসুবিধা হচ্ছে। একই রাস্তায় ৬ হাজার ৮২০ মিটার চেইনিজে ১২০ মিটার দৈর্ঘ্য বিজয়পুর ব্রীজ না থাকায় জনগণ চরম দুর্ভোগে রয়েছেন। বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে। তারই অংশ হিসেবে হবিগঞ্জ-সুজাতপুর রাস্তার টুপিয়াজুড়ি পয়েন্ট থেকে বিথঙ্গল ভায়া আগুয়া বাজার সড়ক উন্নয়ন এবং একই রাস্তার ৬ হাজার ৪২০ মিটার চেইনিজে ১২০ মিটার দৈর্ঘ্য বিজয়পুর ব্রীজ নির্মাণ করে এলাকার জনগণের অসুবিধা দূর করার লক্ষে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।’