মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরের পুরানবাজারে ঐতিহ্যবাহী বান্নি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলাকে ঘিরে পুরো শায়েস্তাগঞ্জ জুড়েই ছিলো উৎসবের আমেজ। সোমবার সকালে পূণ্যস্নানের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মেলা শুরু হয়। মেলা উপলক্ষে খোয়াই নদীর তীরঘেঁষা পুরানবাজারে শত শত মানুষের সমাগম ঘটে। বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ মেলায় আসেন। উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের হলেও শহরের অনেক মানুষকেই আনন্দে মেতে উঠতে দেখা যায়।
দিনব্যাপী মেলাতে শতাধিক দোকানে পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। মেলায় গরু, হাতি, ঘোড়া, উট, বক, পুতুল ইত্যাদি মাটির তৈরি খেলনা ছাড়াও গৃহস্থালি সামগ্রীর অনেক জিনিস ওঠে। চুড়ি-ফিতা, মন্ডামিঠাইসহ নানা খাদ্যসামগ্রীও বিক্রি হতে দেখা যায়। জনসমাগম থাকায় আইন-শৃঙ্খলা রক্ষায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, দিনব্যাপী মেলাতে ১০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। সার্বক্ষণিক মেলার চারদিক নজরদারিতে রাখা হয়। র‌্যাবের টহলও ছিল।
জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর শহরের পুরানবাজারের বান্নি মেলা প্রায় অর্ধশতাধিক বছর ধরেই অনুষ্ঠিত হয়ে আসছে। জনশ্রুতি রয়েছে, ঐতিহ্যবাহী বারুণী স্নানোৎসব থেকেই বান্নি মেলার উৎপত্তি। তাই এই মেলার দিন সকালে পূণ্যস্নানের আয়োজন থাকে।