![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/04/014-1.jpg)
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির হাতের আঙ্গুল কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয়, তার স্ত্রী ও কন্যাকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের আব্দুল আজিজের একটি হাঁসের খামার রয়েছে। তার খামার থেকে মাসুদ আলী নামে জনৈক যুবক হাঁস ধরে নিয়ে জবাই করে খেয়ে ফেলে। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। বিষয়টি সালিশে শেষ হয়। আব্দুল আজিজের অভিযোগ, এরই জের ধরে গতকাল সকালে তার উপর হামলার ঘটনা ঘটে। হামলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার হাত ও হাতের আঙ্গুল কেটে গেছে। তাকে রক্ষায় তার স্ত্রী মাসুদা খাতুন ও কন্যা হালিমা বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুল আজিজের অবস্থার অবণতি হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।