নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনির পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, কেন্দ্রীয় মেম্বার এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মুকিত।
উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রাকৃতিক যে কোন দুর্যোগে সরকার কৃষকদের পাশে আছে। কৃষি ক্ষেত্রে সরকার কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় আজ বিনামূল্যে বীজ সার বিতরণ করা হলো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com