স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চৌকদারের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্কুলছাত্রী। বাগহাতা গ্রামের দরিদ্র পরিবারের ১০ম শ্রেণির ছাত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন- অসুস্থতার কারণে ২০২২ সালের এসএসসি পরীক্ষা দিতে পারেননি তিনি। এ বছর পরীক্ষা দেয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষকের সাথে ফোনে যোগাযোগ করেন। প্রধান শিক্ষক তাকে স্কুলে যাওয়ার কথা বলেন। এ প্রেক্ষিতে তিনি স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে দেখা করেন। এসময় প্রধান শিক্ষক তাকে ৪টি বিষয়ে টেস্ট পরীক্ষা দেয়ার কথা বলেন। প্রধান শিক্ষকের নির্দেশনা অনুযায়ী ওই ছাত্রী ৪টি বিষয়ে টেস্ট পরীক্ষা দেন। পরীক্ষা শেষে তিনি আবারও ফোনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করার কথা বলেন। এতে প্রধান শিক্ষক তাকে জানান- স্কুলে গিয়ে তার সাথে দেখা করতে। ওই ছাত্রী শিক্ষকের কথায় স্কুলে গিয়ে দেখা করেন। শিক্ষকের সাথে দেখা করতে গেলে প্রধান শিক্ষক তাকে বলেন- এসএসসিতে ভালো ফলাফল অর্জন করতে হলে পরিবারে অনুমতি নিয়ে তাকে বানিয়াচংস্থ প্রধান শিক্ষকের বাসায় এসে থাকতে হবে। ওই সময় প্রধান শিক্ষক তার দিকে খারাপ দৃষ্টিতে তাকান। শিক্ষকের এমন আচরণে ওই ছাত্রী শিক্ষকের প্রস্তাবে রাজি হয়নি। অভিযোগ- প্রস্তাবে রাজী না হওয়ায় ওই ছাত্রীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করার সুযোগ দেননি প্রধান শিক্ষক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগী স্কুলছাত্রী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com