ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে তালা

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের কেউন্দা বেড়া দেয়ার জের ধরে হবিগঞ্জ মটর মালিক গ্রুফের সদস্য জিতু মিয়া হত্যার ঘটনায় অবশেষে চুনারুঘাট থানায় মামলা নিয়েছে পুলিশ। নিহতর বড় ছেলে আল আমিন আহমেদ মাসুম বাদী হয়ে গত (৫ জুলাই ) শায়েস্তাগঞ্জন নতুন ব্রিজ নিউ পলাশ ফার্মেসীর মালিক মৃত ছিদ্দিক মিয়ার ছেলে জিয়াউর রহমান (৩৮)কে প্রধান আসামী করে এ হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় অন্যান্য আসামীরা হলেন: মৃত আব্দুল আজিজের ছেলে সাধু মিয়া(৪০) কুতুব উদ্দিনের ছেলে শরীফুল ইসলাম (২১) সাইফুল ইসলাম (১৯), জিয়াউর রহমানের ছোট ভাই মিজানুর রহমান (৩০) রমজান মিয়া(২৫) জাহিদুর রহমান(২৮) ও মৃত কুতুব উদ্দিনের স্ত্রী পুতুল আক্তার (৪৫)সহ আরো অজ্ঞাত নামা ২/৩ জন। সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন পাওয়ায় হত্যা মামলা নেয়ার কথা স্বীকার করেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে হত্যার ঘটনার পর থেকেই নতুন ব্রিজ ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পলাতক রয়েছে অভিযুক্তরা। জানা যায়, গত ২ জুলাই বৃহস্পতিবার সকালে বসত বাড়ী সংলগ্ন চারা বিছরায় বাঁশের বেড়া দেওয়া অবস্থায় প্রতিপক্ষের সাথে বাকবিত-া হয়। একপর্যায় উল্লেখিত আসামীরা জিতু মিয়াকে পিঠিয়ে জখম করলে জিতু মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তখন সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে জিতু মিয়াকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতর ছেলে মেয়ে ও স্ত্রী মিনারা চৌধুরী এ হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, আসামিদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে।