![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/05/Suruj-Baniyachong-Pic.-1.jpg)
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গে দুঃস্থ ও গৃহহীন বাংলাদেশ গেজেট অন্তভুক্ত এক বীর সেনা মুক্তিযোদ্ধা কর্পোরাল (অবঃ) মোঃ সিরাজুল ইসলামকে বাসস্থান উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দুপুর ১২ টায় বানিয়াচং উপজেলার ওই বীর সেনা মুক্তিযোদ্ধাকে আনুষ্ঠানিকভাবে গৃহটির দলিলাধি সমজিয়ে দেন সিলেট সেনা নিবাস ৩২ বীর এর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আজওয়াদ ফাইয়াজ। পরে ফিতা কেটে ঘরে বসবাসের শুভ উদ্বোধন করেন তিনি।
এর আগে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ও সেনাবাহিনীর ব্যবস্থাপনায় গৃহটি টেকসই ও মনোমুগ্ধকরভাবে নির্মাণ করা হয়।
এসময় উপকারভোগী সেনা বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল (অবঃ) মোঃ সিরাজুল ইসলাম বলেন- আমাকে একটি বাসস্থান উপহার দেয়ায় আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেনাবাহিনীর পক্ষ থেকে বাসস্থান উপহার দেয়ার সময় অন্যান্য সেনা সদস্যরাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেহাছ মিয়া,ইউপি সদস্য লালুু মিয়া ও স্থানীয় ইলেক্ট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।