![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/05/Jamal-Naser-madhabpur-news-17-05-2020.jpeg)
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ^র গ্রামে একটি মৎস খামারে বিষ প্রয়োগ করে ৪০ হাজার পোনা মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে খামারের মালিক লুৎফুর রহমান বাদি হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
লুৎফুর রহমান জানান তাদের খামারের বিতরে একই এলাকার আশরাফ আলীর ছেলে মোবারক উল্লার ১৪শতাকের একটি জমি রয়েছে। এ জমির আইল সীমানার আইল কেটে প্রনিয়তেই তার জমির সাথে মিশিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে মোবারক উল্লা ও তার পরিবার আমাদের প্রতি আক্রোশ ও শক্রতা পোষন করে আসছে।
গত শুক্রবার ভোর রাতে আক্রোশের বশিভুত হয়ে মোবারক উল্লাসহ বেশ কয়েকজন লোক সম্মিলিত ভাবে পুকুরে বিষ ঢেলে ৪০হাজার মাছের পোনা নিধন করে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিযোগ অস্বীকার করে মোবারক উল্লা বলেন অভিযোগটি সম্পূর্ন মিথ্যা। এ আমি এব্যাপারে সংবাদ সম্মেলন করেছি। তাদের বিরুদ্ধে আমারও একটি অভিযোগ থানায় রয়েছে।
জানতে চাইলে মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর বলেন অভিযোগ পেয়েছি। বিষয়টি এখন তদন্তধীন রয়েছে। তদন্ত শেষ হলেই অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারব।