নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলার হাট-বাজার গুলোতে এবার ইফতার সামগ্রী নেই। করোনা পরিস্থিতির কারণে ইফতার সামগ্রী না থাকায় পথচারী সহ রোজাদারগণ দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতি বছর রমজান মাস আসলেই ধর্মপ্রাণ মুসলিম পরিবারে আলাদা আনন্দ-উৎসবের সৃষ্টি হয়। আত্মীয়-স্বজনের বাড়িতে ইফতার সামগ্রী আদান-প্রদানের হিড়িক পড়ে। স্থানীয় হাট-বাজারে রকমারী ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসতেন দোকানীরা। দিন ব্যাপী চলতো ইফতার বেচাকেনার ধুম। এবার সেই চিরচেনা চিত্র বদলে গেছে। জমজমাট হাট-বাজার এবার প্রায় জনশুন্য হয়ে পড়েছে। নেই ইফতার সামগ্রীর দোকান। এতে পথচারী রোজাদারগণ দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। তবুও কোন রকমে চলছে জীবন-জীবিকা।
এ ব্যাপারে ২৯ এপ্রিল বুধবার নবীগঞ্জ সদর বাজারের একজন দোকানদার বলেন, অন্য বছর ইফতার সামগ্রীর জমজমাট ব্যবসা হলেও এবার করোনার কারণে সব বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত ও ক্রেতারা হচ্ছেন দুর্ভোগের শিকার।
জানতে চাইলে পথচারী রোজাদার বলেন, প্রতি বছর স্থানীয় হাট-বাজার গুলোতে ইফতার সামগ্রীর অসংখ্য দোকানপাট থাকলেও এবার নেই। যে কারণে পথচারী রোজাদারগণ অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার হচ্ছেন