স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এমপি গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদ, করোনা প্রতিরোধ বিয়ষক জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব মোঃ জাকির হোসেন আকন্দ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লেঃ কর্নেল আব্দুস সাত্তার খান, হবিগঞ্জ পৌরসভার পৌরসভা মেয়র মিজানুর রহমান মিজান, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম প্রমূখ। সভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি মোঃ আবু জাহির বলেন- সকলের সম্মিলিত ভাবে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। এ জন্য যার যার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। সভায় হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব মোঃ জাকির হোসেন আকন্দ বলেন- ত্রাণ বিতরণে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন- প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী দলীয় পরিচয়ের উর্ধ্বে উঠে প্রত্যেকের বাড়িতে ত্রাণ পৌছে দিতে হবে। এছাড়া ছাড়া সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচারে লিপ্ত হবে তাদের আইনগত ব্যবস্থা নিতে হবে।