নবীগঞ্জ প্রতিনিধি ॥ পটুয়াখালি জেলার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নবীগঞ্জে ফিরেছেন ২৫ জন শ্রমিক। তারা সকলেই পুরুষ। বৃহস্পতিবার রাতে একটি বাসে করে আসার পর তাদেরকে আটক করে পুলিশ। বর্তমানে তারা উপজেলা প্রশাসনের জিম্মায় রয়েছে।
জানা যায়, আটককৃত ২৫ জনের মধ্যে ১৫ জন নবীগঞ্জের বাসিন্দা। বাকি সবাই পার্শ্ববর্তী উপজেলার বাসিন্দা। তারা সবাই পটুয়াখালি তাপ বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রে কাজ বন্ধ থাকার কারণে তারা এলাকায় ফিরে ধান কাটতে পটুয়াখালি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানান। পরে পটুয়াখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে একটি প্রত্যয়নপত্র দিয়ে নবীগঞ্জে পাঠিয়ে দেন। সেখান থেকে বাসযোগে ফেরার পথে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি নামলে স্থানীয় পুলিশ তাদেরকে আটক করে। শুক্রবার সকালে আটককৃত ২৫ জনকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করা হয়। এদিকে তাদের নিয়ে বিপাকে পড়েছে উপজেলা প্রশাসন। তাদেরকে কি করবে সেটির বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি তারা।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বলেন- আটককৃত ২৫ জনের মধ্যে নবীগঞ্জের বাসিন্দা ১৫ জন। বাকিরা নবীগঞ্জের পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার। তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার কারণে তারা ধান কাটতে এলাকায় ফিরেছেন। এ ব্যাপারে পাটুয়াখালির উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি প্রত্যয়নপত্র নিয়ে এসেছেন তারা। নবীগঞ্জের বাহিরের লোকদের স্ব স্ব উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া নবীগঞ্জের ১৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তবে হোম কোয়ারেন্টাইন নাকি প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে সে বিষয়ে এখন কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com