উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবেল করোনা ভাইরাসে বেকার, কর্মহীন নবীগঞ্জের সংবাদপত্র হকারদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু। মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরে দলীয় কার্যালয়ে সকল হকারদের মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও সাবান বিতরণ করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সদস্য সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী শামিম, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, নবীগঞ্জ সংবাদপত্র এজেন্ট মুশাহিদ আলী, সংবাদপত্র হকার সমিতির সভাপতি কামাল মিয়া, সাধারন সম্পাদক কপিল মিয়া প্রমুখ। এর আগে তিনি উপজেলার বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com