স্টাফ রিপোর্টার ।।মৌলভীবাজারের ওয়ানটেন বোর্ড থেকে হবিগঞ্জের ৫ জন সহ ১৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও ৫ লক্ষাধিক টাকা জব্দ করা হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশে ডিবি ও ডিএসবি এবং মৌলভীবাজার থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামের আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী ও আজাদ মিয়ার বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন মো. জাকির আলী চৌধুরী, লিটন মিয়া লিটন, জায়েদ খান, মাহতাব মিয়া, মো. কাজল মিয়া, মো. মুশাহিদ মিয়া, সুধীর পাল, খোকন মিয়া, মো. কামরুল হোসেন ইকবাল, মো. সাইদুল হক, কালা মিয়া, লিটন মিয়া, শায়েস্তাগঞ্জের মো. আ. আউয়াল ওরফে সুরুজ আলী, মো. নিম্বর আলী, মো. আতাব মিয়া, মো. মাসুদ মিয়া, মো. কামাল মিয়া এবং লিটন আহম্মেদ। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, আটককৃতদের মধ্যে ১৩ জন মৌলভীবাজার এবং ৫ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। আটককৃত ১৮ জনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আন্তঃজেলা জুয়াচক্রের গডফাদার আব্দুল মুকিব জঙ্গী ও হাসান মুহুরির নেতৃত্বে হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন উপজেলায় রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ওয়ানটেনের নামে জুয়ার আসর বসে। তারা থানা ও ডিবির ওসিকে ম্যানেজ করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছিলো। বিষয়টি মৌলভীবাজারের এসপির নজরে এলে তার নির্দেশেই অভিযান চলে। এ সময় জুয়ার গডফাদার আব্দুল মুকিব জঙ্গীসহ বেশ কয়েকজন পালিয়ে যায়। তাদের নামেও মামলা হয়েছে। গত শুক্রবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।