স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ১৫ লাখ টাকা আত্মসাত মামলার পলাতক আসামী মোঃ ইসমাইলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এসআই আক্তারুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলার জিরুন্ডা গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে মোঃ ইসমাইলকে (৪৭) গ্রেপ্তার করে।
জানা যায়, লাখাই মহিলা দলের আহবায়ক পান্না আক্তার এর দায়েরকৃত ১৫ লাখ টাকা আত্মসাত ও প্রতারণা মামলার আসামী ইসমাইল। লাখাই থানার ওসি মোঃ বন্দে আলী ইসমাইলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।