স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার টুপিয়াজুড়ি গ্রামে চুরির হিড়িক পড়েছে। রাতের আঁধারে ঘরে সিদ কেটে চোরেরা প্রবেশ করে মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এতে গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে দিন পার করছেন। গত শুক্রবার রাতে ওই গ্রামের আব্দুল জলিলের পুত্র কাওসার মিয়ার বাড়িতে চোরো হানা দেয়। চোরেরা সিদ কেটে ঘরে প্রবেশ করে ঘর থেকে ৪টি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।