স্টাফ রিপোর্টার ॥ আনজুমান মফিজুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা ৭৫ বছর বয়সী এক বেওয়ারিশ পুরুষের লাশ দাফন করেছে। গতকাল সন্ধ্যা ৬টায় জানাজা নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, ছামাদ মিয়া, বাহাউদ্দিন চৌধুরী, দুলাল মিয়া, মারাজ মিয়া ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি বেলা প্রায় ১টা ১০ মিনিটে মাধবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাটিয়ারা সাকিনস্থ নরেশ পালের বাসার সামনে অজ্ঞাতনামা পুরুষ (হরি পাগলা নামে পরিচিত) মৃত্যুবরণ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আনজুমান মফিজুল ইসলামকে হস্তান্তর করে পুলিশ।