রায়হান আহমেদ ॥ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়ার জিরো টলারেন্সের কারণে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ কমতে শুরু করেছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন ইউএনও রবিন মিয়া এবং এসিল্যান্ড মাহবুব আলম মাহবুব। ফলে একদিকে কমছে পরিবেশ দূষণ ও অন্যদিকে জনদুর্ভোগ কমেছে বলে জানিয়েছেন উপজেলার ভুক্তভোগী সাধারণ জনগণ।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়ার নির্দেশে এসিল্যান্ড মাহবুব আলম মাহবুব চুনারুঘাট উপজেলার ইছালিয়া ছড়ার তিনটি পয়েন্টে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই ছড়ার ইজারাকৃত স্থান বহির্ভূত অংশ হতে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি মেশিন জব্দ করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ১০টি মেশিন ও আনুমানিক ১ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
খোঁজ নিয়ে জানা যায়- গত এক মাসে ১৫টি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে উপজেলার পানছড়ি, দাড়াগাঁও, ইছালিয়া ছড়া, রামশ্রী, শানখলা, শ্রীবাড়ি সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানান- অবৈধভাবে শুধু বালু নয়, কোনোকিছুই অবৈধভাবে করা যাবে না। করলেই প্রশাসন শক্তভাবে দমন করবে। তিনি আরো জানান- অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রসাশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এরই প্রেক্ষিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com