নো পেইন নো গেইন
বাদল রায়
ম্যানেজার, মেটলাইফ, বাদল এজেন্সি, হবিগঞ্জ
সাফল্য কে না চায়? কিন্তু সবাই সফল হয় না। সবার জীবনে সাফল্য আসে না। কারণ সফলতা একটি চলমান প্রক্রিয়া। কিন্তু আমরা যদি সফলতার গোপন সূত্র জানতে পারি তবে আমরা সবাই সফল হবো।
সফলতা কোন তাৎক্ষনিক ঘটে যাওয়া বিষয় নয়। এর জন্য দরকার প্রচন্ড আত্মবিশ^াস, জানার অদম্য আগ্রহ, নিজেকে বদলে ফেলার ইচ্ছা, কাজকে ভালবাসা, লেগে থাকা, নেতিবাচক মনোভাব পরিহার করা, সফল মানুষের সঙ্গে সময় কাটানো আরো কত কি। আমার লেখায় আজ কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করব।
মনস্থির করা :
কোন কাজে সফল হতে হলে মাইন্ড সেটআপ জরুরি। মাইন্ড সেটআপ ঠিক করতে পারলে কাজের অর্ধেক ফলাফল আগেই অর্জিত হয়। আমার দ্বারা কাজটি সম্ভব, আমি কাজটি করতে পারব। এ রকম ইতিবাচক এ মনোভাব নিয়ে কাজে নামলে সফলতা সুনিশ্চিত।
ভালোবেসে কাজটি কর, কাজটিকে ভালোবাস :
যে কাজই করা হোক না কেন ভালোবেসে কাজটি করতে হবে। কাজে ভালোবাসা না থাকলে যেকোন কাজে সাফল্যলাভ করা কষ্টকর। কাজটিকে দায়িত্ব মনে না করে কাজের মধ্যে আনন্দ খুঁজে পেতে হবে। আনন্দময় কাজে কোন ক্লান্তি আসে না। কোন কাজ করার আগে ফলাফল নিয়ে চিন্তা করা যাবে না ভাবতে হবে কাজটি আমি কত ভালোভাবে করতে পারি সেদিকেই দৃষ্টি দিতে হবে।
নো পেইন নো গেইন :
বিশ^াস করতে হবে কোন কিছুই কষ্ট ছাড়া অর্জন করা সম্ভব নয়। কাজ করার সময় হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক সমানতালে করতে হবে। কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত দক্ষ হয়ে ওঠার চেষ্টা করতে হবে। আমার গতদিনের কাজকে আগামীকাল ছাড়িয়ে যেতে হবে। আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। বিশ^াস করতে হবে আগামীর বিশ^ দক্ষ মানুষের, সার্টিফিকেটধারীদের নয়। বর্তমান সময়ে নিয়োগকর্তারা দক্ষ মানুষ খুঁজেন, সার্টিফিকেটটি এখনই তাদের কাছে গৌণ হয়ে গেছে। প্রতিষ্ঠান প্রতিনিয়ত দক্ষ কর্মী খুঁজছে।
হাল ছেড়ো না বন্ধু :
আপনি যদি নিজের লক্ষ্যে অবিচল থাকেন কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না। সফলতা আপনার হাতের মুঠোয় ধরা দিবে। সময় যতই লাগুক আপনার বিজয় সুনিশ্চিত। ‘আমি যত ব্যর্থ হই ততই আমি সফলতার দিকে এগিয়ে যাই।’ রাত যত গভীর হয় প্রভাতের সূর্য ততই সন্নিকটে আসে। ব্যর্থতার হিসাব রাখার প্রয়োজন নেই। আপনি কতবার পড়ে গিয়েছেন সেটারও হিসাব রাখার দরকার নেই। দ্রুত উঠে পড়তে হবে। আবার কাজে লাগতে হবে। বিশ^কে দেখিয়ে দিতে হবে আমি পারি, আমরাই পারি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com