স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক কামরুল হাসান রিপন। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক, এডহক কমিটির অভিভাবক সদস্য ইমদাদুল হক মিলন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। তিন দিনের প্রতিযোগিতায় ২১টি বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সভার আগে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস গান গেয়ে উপস্থিত শত শত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও সুধীজনকে মাতিয়ে তুলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com