স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে নিরীহ ব্যক্তির পুকুর দখলের অভিযোগ উঠেছে সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামী মো. জামাল উদ্দিন এর বিরুদ্ধে। আর তার সাথে থেকে সহযোগিতা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি রফিক মিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের নেতৃত্বে একই গ্রামের আব্দুল আজিজের পুকুর পাড়ে বেড়া দিয়ে অবৈধ দখল করা হয়।
আব্দুল আজিজ অভিযোগ করে বলেন- তিনি ক্রয়সূত্রে মালিক ও দখলকার হয়ে সেখানে দীর্ঘদিন ধরে ভোগ দখল, ব্যবহার ও মাছ চাষ করে আসছেন। তিনি জনৈক দেবাশীষ চৌধুরী রাজুর কাছ থেকে রেজিস্ট্রারী দলিল মূলে ওই ভূমি খরিদ করে বর্তমানে আর.এস. পর্চা, প্রিন্ট পর্চা, মাঠ পর্চা তার নামে করিয়েছেন। তিনি উক্ত ভূমিতে সন সন খাজনাদি পরিশোধ করে আসছেন। কিন্তু তার পুকুরটি দখলে নিতে ও শ্রেণি পরিবর্তন করতে চেষ্টা চালাচ্ছে জামাল উদ্দিন ও তার লোকজন। তিনি এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত ১৪৪ ধারা জারি করেন। বৃহস্পতিবার আদালতের নির্দেশ উপেক্ষা করে অভিযুক্তরা রাস্তা ও পুকুর পাড়ে বেড়া দেয়। তিনি বিষয়টি পুলিশকে অবগত করেছেন বলেও জানান। এদিকে রাস্তায় বেড়া দেয়ার কারণে একটি পরিবারের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই জয় পাল জানান- আমি ১৪৪ ধারার নোটিশ উভয়পক্ষকে জানিয়েছি। তারপর কেউ আদালতের নির্দেশ না মানলে আদালতের দ্বারস্থ হতে হবে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান- কোন পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামী হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. জামাল উদ্দিন ও রফিক মিয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com