স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি রুজু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার ওসি আলমগীর কবির এজাহারের ভিত্তিতে মামলা রুজু করেন। মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহি। এছাড়াও মামলায় ভাদেশ^র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউর রহমান সাহেদ, উবাহাটার সাবেক চেয়ারম্যান রজব আলী, ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, তার ছেলে মনোয়ার হোসেন জাকারিয়া, চৌমুহনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপন মিয়াসহ ৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামী করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com