নিজস্ব প্রতিনিধি ॥ শিক্ষা, ঐক্য, প্রগতি এই স্লোগান নিয়ে বানিয়াচংয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবময় ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় বানিয়াচং স্মৃতিসৌধ এলাকা থেকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুরের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বড় বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোঃ নাসির উদ্দিন, মো: শাহ আলম মিয়া, ১নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নাইম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ৬নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুর রহমান, ১১নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহিন উদ্দিন, মন্দরী ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খালেদ, ১৪নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আহমেদ, ১নং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জীবন আহমেদ, ৫নং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নিলেন্দু সরকার বিশ্বজিৎ, উপজেলা ছাত্রদল নেতা আশরাফ, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক জীবন মিয়া, ৪নং ইউনিয়ন ছাত্রদলের সাংঠনিক সম্পাদক রিপন মিয়া প্রমুখ। সমাবেশে ছাত্রদল নেতা শরীফ উদ্দিন ঠাকুর বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।