নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শুরুর পূর্বে ২৪ এর আন্দোলনে হবিগঞ্জে ছাত্রদলের শহীদ রিপন শীলের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে হবিগঞ্জ পৌরসভার মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালীটি হবিগঞ্জ জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজার পয়েন্টে সমাপ্ত হয়। হবিগঞ্জ পৌরসভা মাঠে আলোচনা সভায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব ও যুগ্ম-সম্পাদক মহিবুর রহমান শাওন এর পরিচালনায় বক্তব্য রাখেন মিজানুর রহমান চৌধুরী, হাজী নূরুল ইসলাম, লেবু, তাজুল ইসলাম ফরিদ, জহুরুল ইসলাম শরীফ, মর্তুজ আহমেদ রিপন প্রমুখ।
সভাপতির বক্তব্যে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ছাত্র জনতার জনরোষে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা আন্দোলন নস্যাৎ করার জন্য দেশ বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। ছাত্রদল অতীতের ন্যায় সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য রাজপথে প্রস্তুত আছে। সকলের কাছে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। র‌্যালী শেষে রক্তদান কর্মসূচি পালন করা হয়। এ সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন রক্ত দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন।