নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরীর ভগ্নিপতি, আওয়ামীলীগ নেতা সালামত খানের নেতৃত্বে সংঘবদ্ধ আক্রমণের মুখে কালাভরপুর গ্রাম পুরুষশূন্য। কালাভরপুর ওয়ার্ডে কোন মার্কা জিতবে সেটা নির্ধারণ করেন ধনাঢ্য আওয়ামীলীগ নেতা সালামত খান ও যুবলীগ নেতা তার ছেলে জাকির খান। ৫ আগস্টের পর পতিত ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করলেও তার দোসররা নানাভাবে পুনর্বাসিত হচ্ছে বিএনপি নেতাদের সাথে আত্মীয়তার সুযোগে। যেখানে দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশ ভালোবাসার মাধ্যমে জনগণের মন জয় করা, সেখানে শিহাব আহমেদ চৌধুরী তার ভগ্নিপতি আওয়ামী লীগ নেতাকে সেল্টার দিয়ে গ্রামের সাধারণ গরীব মানুষকে করেছেন বাড়ি ছাড়া। গ্রামবাসী অনেকেই তার মামলার আসামী। এসবের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা সালামত খান, তার পুত্র জাকির খান, এমসি কলেজ ছাত্রলীগ কর্মী বদরুল আলম, যুবলীগ কর্মী হাদী মিয়া, দুলাল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, একই গ্রামের লুৎফুর রহমানের গোষ্ঠী ও মকবুল মিয়ার গোষ্ঠীর মধ্যে কয়েক বছর যাবত গোষ্ঠী সংক্রান্ত পূর্ব শত্রুতা ও মামলা চলমান রয়েছে। এ লড়াইয়ে রাজনৈতিক কোন কারণ নেই। তবে ৫ আগস্টের পর লুৎফুর রহমান যদিও বিএনপির কোন পদবীধারী নেতাকর্মী নন, তথাপি শিহাব আহমেদের প্রত্যক্ষ সহযোগিতায় ভগ্নিপতি আওয়ামীলীগ নেতা সালামত খান ও ভাগ্না ইউনিয়ন যুবলীগ নেতা জাকির খানের সাথে মিলিত হয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছেন। এতে এলাকার সাধারণ জনগণ ভীতসন্ত্রস্ত। পুরুষ বাড়িছাড়া ও মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতোমধ্যে, আধিপত্য বিস্তারের জন্য আওয়ামীলীগ নেতা সালামত খানের লোকজন গ্রামের প্রতিপক্ষ সাধারণ মানুষের বাড়িতে কয়েক দফা হামলা ভাঙচুর চালিয়েছেন। থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com