চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের কৃতি ফুটবলার আকছির মিয়া এখন কিডনীসহ নানা রোগে আক্রান্ত। এ অবস্থায় তার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে এসএসসি ৯৪ ব্যাচের তার বন্ধুরা। শুক্রবার পৌর এলাকার বাগবাড়িস্থ তার বাড়িতে দেখতে যান তার বন্ধুরা। এসময় তার চিকিৎসার খোঁজখবর নেন। বন্ধুরা তার চিকিৎসার জন্য তার হাতে টাকা তুলে দেন এবং রবিবার তিনি ঢাকায় চিকিৎসা নিবেন। আকছিরের বন্ধু বিশিষ্ট অর্থপেডিক ডাঃ মোস্তাফিজুর রহমান মোমেন হলি ফ্যামিলি হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করবেন।