শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, বিএনপি দীর্ঘ ১৭টি বছর দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে আনতে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই ১৭ বছরের পুঞ্জিভূত ক্ষোভ থেকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন, আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগের অরাজকতার কারণে মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ প্রশমিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আহ্বানে। দেশে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সে জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা জনগণের জানমালের নিরাপত্তায় পাহারা দিয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা এবং ৩টি ইউনিয়ন সহ সকল ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন, দুষ্ট লোকের হাত থেকে বিএনপিকে বাঁচিয়ে রাখতে হবে। এই দায়িত্ব আমাদের সকলের। আমাদেরকে জনগণের মন জয় করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। বিএনপিকে যদি জনগণ ভালোবাসে, সমর্থন দেয় তাহলেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। এ জন্যই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বলেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম মেম্বার, সহ-সভাপতি নিজামুল হক বেলাল, আব্দুল আজিজ ফরহাদ, আব্দুল হাই, আরব আলী, সিরাজুল ইসলাম ধন মিয়া, সারাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ফারুক প্রমুখ।