সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে প্রায় ৫০ বছর দায়িত্ব পালন শেষে এক ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ কমিটি ও পূর্ব সিংহগ্রামবাসী। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার পূর্ব সিংহগ্রাম জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিদায় সংবর্ধনা উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মসজিদের মুতাওয়াল্লি ছফিল মেম্বারের সভাপতিত্বে ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার ছায়েদুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, আজদু মেম্বার, ফিরোজ আলী, ফুরুক মিয়া, বেনু মিয়া সহ স্থানীয় মুরুব্বিয়ান ও যুব সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
জানা যায়, উপজেলার ৫নং করাব ইউনিয়নের ঐতিহ্যবাহী পূর্ব সিংহগ্রাম জামে মসজিদের ইমাম হযরত মাওলানা তাজুল ইসলাম বার্ধক্য জনিত কারণে অবসর নেন। তিনি ১৯৭৫ সাল থেকে প্রায় ৫০ বছর পূর্ব সিংহগ্রাম জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গহরপুর মাদ্রাসা থেকে মাস্টার্স সমাপন করেন। উনার উস্তাদ ছিলেন তৎকালীন সময়ের বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা নূর উদ্দীন গহরপুরী (রহ.)। মাওলানা তাজুল ইসলাম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ লাখাই থানা শাখার সাবেক সেক্রেটারি।
আলোচনা সভা শেষে বিদায়ী ইমাম এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং ছাদ খোলা গাড়ী দিয়ে অর্ধ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বিদায়ী ইমামকে তার বাড়ীতে পৌঁছে দেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও যুব সমাজ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com