স্টাফ রিপোর্টার ॥ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।
সভাপতির বক্তব্যে আইয়ুব আলী হাওলাদার বলেন- দেশের ৪৪ জেলায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যক্রম চলছে এবং এ পর্যন্ত সারাদেশে ১ হাজার সাদাছড়ি বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ জেলায় সংস্থার কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে একটি স্থায়ী কার্যালয় প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাংশু সোম মহান বলেন- দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় জেলা প্রশাসন ও পৌরসভা একসঙ্গে কাজ করবে এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, সাদাছড়ি হাতে দৃষ্টি প্রতিবন্ধীদের দেখে মানুষ সহায়তার জন্য এগিয়ে আসবে।
সাবেক পৌর কমিশনার মোহাম্মদ শামছু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহীদুল হক মুন্সী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জালাল উদ্দীন এবং হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল মজিদ পিরোজপুরী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তাসনুভা-শামীম ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান এএসএম মহসিন চৌধুরী, দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোশাহিদ মিয়া ও সাধারণ সম্পাদক শান্ত রবি দাশ দীপক।
অনুষ্ঠান শেষে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে সাদাছড়ি বিতরণ করা হয় এবং তাদের যাতায়াত খরচ প্রদান করা হয়।