স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ৬ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। ১৮ অক্টোবর সকালে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির দায়িত্বপূর্ণ মাধবপুর উপজেলাধীন সীমান্ত পিলার ১৯৯৭/১৫-এস হতে আনুমানিক ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নরসিংদীর পলাশ উপজেলার সান্নের বাড়ি গ্রামের ফনিন্ড সরকারের ছেলে প্রসন্ন সরকার (৫৫), প্রয়াত তরুণী ভৌমিকের মেয়ে প্রিয় বালা ভৌমিক (৮৬), তাপস রায়ের মেয়ে শিল্পী রায় (৪২), তাপস রায়ের ছেলে শুভ রায় (১৩), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাগি গ্রামের চন্নধর মল্লিকের ছেলে জীবন মল্লিক (১৭) এবং গৌর মল্লিকের ছেলে শান্ত মল্লিক (১৬)।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, মানব পাচারকারী দালাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ আল-আমিন ও সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে ফোয়াদ হাসান সাকিবের সহযোগিতায় প্রসন্ন সরকার, প্রিয় বালা ভৌমিক, শিল্পী রায় এবং শুভ রায় ভারতের অভ্যন্তরে চিকিৎসার জন্য এবং জীবন মল্লিক ও শান্ত মল্লিক ভারতের ত্রিপুরায় দোকানে কাজের জন্য বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর এবং মানব পাচারে সহায়তাকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক আর্টিলারি ও অতিরিক্ত পরিচালক মেজর মঈনুল আলম।