![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/09/008-OC-Shafikul-Islam.jpg)
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই থানার নবাগত ওসি (তদন্ত) শফিকুল ইসলাম যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে তিনি যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে লাখাই থানার ওসি মোঃ আবুল খায়ের এর কাছে ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন শফিকুল ইসলাম।
নবাগত ওসি (তদন্ত) শফিকুল ইসলামের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমি লাখাই থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেছি। আমি উর্ধতন কর্তৃপক্ষের আদেশ ও দিকনির্দেশনা মোতাবেক শান্তি শৃঙ্খলা রক্ষায় আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’ দায়িত্ব পালনে তিনি সাংবাদিক সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com