স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অধিকাংশ এলাকা প্রায় ১০ ঘন্টা ছিল বিদ্যুৎবিহীন। এর মাঝেই কোন কোন এলাকায় ছিল তীব্র লোডশেডিং। আজ শনিবার আবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত থাকবে না বিদ্যুৎ সরবরাহ। এ যেন মরার উপর খরার ঘা। গতকাল শুক্রবার জুম্মার নামাজ ও অজু গোসল করতে সমস্যায় পড়তে হয়েছে শহরবাসীকে। এছাড়াও ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারণে ইলেকট্রিক সামগ্রী যেমন ফ্রিজ, টিভি, ফ্যান ইত্যাদি বিকল হয়ে যাচ্ছে। এদিকে বিদ্যুৎ বিভাগে ফোন দিলেও কেউ রিসিভ করেননি ফোন। গতকাল রাজনগর, প্রেসক্লাব রোড, ফায়ার সার্ভিস, বেবীস্ট্যান্ড, অনন্তপুর, মাহমুদাবাদ, সবুজবাগ, শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকায় দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল না। এছাড়াও হবিগঞ্জ প্রেসক্লাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমান উল্লাহ ফেরদৌসের মতবিনিময় সভা ছিল। সাংবাদিকরা বিদ্যুৎবিহীন অবস্থায় তাঁকে শুভেচ্ছাসহ মতবিনিময় সভা করেন। যদিও সাংবাদিকদের বিদ্যুৎ অফিস জানায়, রাত ৮টার দিকে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ হবে। হবিগঞ্জ শহরে বিদ্যুতের এ পরিস্থিতি দেখে ঢাকা থেকে আগত মেহমানগণ ক্ষোভ প্রকাশ করেছেন।
পিডিবির নির্বাহী প্রকৌশলী জানান, রাজনগর ফিডার বিকল হয়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে। তবে এলাকাবাসীর দাবি রাজনগর ফিডারটি প্রায় সময়ই বিকল হয়ে পড়ে। কিন্তু এরপরও পিডিবির কর্মকর্তারা কোন ব্যবস্থা নেননি। তাদের দাবি এই ফিডারটি পরিবর্তন করে একটি ভাল ফিডার দেয়া হউক। নইলে তারা বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিবে বলে জানান।