বিশেষ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এছাড়া কয়েকটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে স্থাপনা ভাঙচুর করা হয়। রবিবার বিকেলে শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজার মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দেয়। এক পর্যায়ে তারা রেলওয়ে পার্কিং এলাকায় যায়। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলাকালে শহরের কয়েকটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় কয়েকটি স্থাপনা।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভূঁঞা’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় কেউ বাদী হয়ে মামলা দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।