স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর পিতা মরহুম ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা উনার আত্মার মাগফেরাত কামনা করে তার গ্রামের বাড়ি পিয়াইমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উনার কবর জিয়ারত করা হয়। মরহুম আলাউদ্দিন চৌধুরী ১৮৯০ সালের ২০ জুলাই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আফতাব উদ্দিন চৌধুরী ছিলেন একজন স্বনামধন্য মুসলিম জমিদার। মরহুম আলাউদ্দিন চৌধুরী ১৯১১ সালে আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল সহ বি.এ পাশ করেন। ১৯১২ সালে তিনি অবিভক্ত বাংলার সিভিল সার্ভিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরিতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, করিমগঞ্জ সহ বিভিন্ন জেলা ও মহকুমায় দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন তৎকালীন হবিগঞ্জ মহকুমার ২য় গ্র্যাজুয়েট। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও চার মেয়ে রেখে যান।
মরহুমের ১ম ছেলে ইঞ্জিনিয়ার মরহুম ওয়াহিদ উদ্দিন চৌধুরী সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। ২য় ছেলে মরহুম আশফাক উদ্দিন চৌধুরী দেশ ও বিদেশে বিভিন্ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। ৩য় ছেলে শহীদ উদ্দিন চৌধুরী হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ছাত্র সংসদের ভিপি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং হবিগঞ্জ পৌরসভার পরপর পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ৪র্থ ছেলে মরহুম সমশাদ উদ্দিন চৌধুরী হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা ছিলেন। তিনি মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ৫ম ছেলে মরহুম মহিউদ্দিন চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ৬ষ্ঠ ছেলে জকি উদ্দিন চৌধুরী যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি নিউইয়র্কে হবিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।