স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের প্রধান সড়কের দুই পাশসহ আশপাশ এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঈদের সময় যাতে রোগীদের কোনো ভোগান্তি না হয় সে বিষয়ে হাসপাতালে দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত হাসপাতালের প্রধান সড়কের পাশের সকল অবৈধ স্থাপনা এবং জেলা পরিষদ ও সার্কিট হাউজ মোড়ের ফুটপাতের দোকান উচ্ছেদ করে সদর থানা পুলিশ। তবে বিকেলের দিকে দেখা গেছে ভিন্ন চিত্র। রাস্তার পাশে ভ্যান গাড়িতে করে ভ্রাম্যমান ফলের দোকান ও চা বিক্রি করতে দেখা গেছে।
পুলিশ জানায়, দুই পাশে এসব অবৈধ দোকানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আড্ডা থাকে। এমনকি এসব দোকানে অপরাধীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। এ কারণেই পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হাসপাতালে দালালদের উৎপাতও বেড়েছে। হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধে শনিবার থেকে ঈদের শেষদিন পর্যন্ত পুলিশের নজরদারি থাকবে। যাতে রোগীরা দালালদের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার না হতে হয়।