আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস উপলক্ষে বাহুবলের দারাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দারাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলী আহম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জের রেঞ্জ বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সাইয়িদা শিমু, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি প্রেমলাল, পরিবেশ ও সংবাদকর্মী রবি কস্তা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আবু সুফিয়ান। অনুষ্ঠানে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বন্যপ্রাণী নিধন ও শিকার বন্ধে এবং পরিবেশে বন্যপ্রাণীর ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি