স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও যুবদল সভাপতি জালাল আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন জনি।
২০২১ সালে হবিগঞ্জ জেলা পরিষদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন ছিড়ে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। ওই মামলার আসামীরা হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। পরে মামলা বিচারের জন্য সিলেট সাইবার ট্রাইব্যুনালে বদলী করা হয়। গতকাল সকালে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও যুবদল সভাপতি জালাল আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেয়া হয়। এ খবর জানাজানি হলে নেতাকর্মীরা শহরে তাৎক্ষনিক মিছিল ও প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।