![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/06/009-3.jpg)
স্টাফ রিপোর্টার ॥ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর ৪র্থ ধাপে অনুষ্ঠিত হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভোটগ্রহণ চলাকালীন সময় ভোট কেন্দ্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা। এ সময় কেন্দ্রে নিয়োজিত অফিসার-ফোর্সদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
এছাড়াও মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভোট কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে সহ চুনারুঘাট ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসারবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com