স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রচন্ড গরমে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। মাত্রাতিরিক্ত গরমের কারণে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের মাঝে নানা রোগ বালাই দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে চলা প্রচন্ড গরমে নানা রোগে আক্রান্ত হয়ে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালের ওয়ার্ডগুলোতে তিল ধারণের ঠাই নেই। চিকিৎসকরা সেবা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। অনেকেই সিট না পেয়ে বারান্দাতেই চিকিৎসা নিচ্ছেন। তবে রোগীদের অভিযোগ গ্যাসের ওষুধ ও প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ বাহির থেকে কিনে আনতে হচ্ছে। গরমের কারণে আমাশয়, সর্দি, কাশি, ডায়রিয়াসহ নানা রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধসহ নানা বয়সী মানুষজন। তীব্র তাপদাহের কারণে গত দুইদিনে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অর্ধশত শিশু ভর্তি হয়েছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের কোনো ওয়ার্ডেই তিল ধারণের ঠাই নেই।