মোঃ আব্দুর রকিব ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের নিয়ে সর্বজনীন পেনশন কার্যক্রম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন। উপজেলা একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারাজানা আক্তার মিতা। তিনি তার বক্তব্যে সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা সম্পর্কে ধারণা প্রদান করেন। সাথে সাথে শায়েস্তাগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে দ্রুত সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন এর আওতায় নিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঁইয়া। বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, প্রাণ আরএফএল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুমিনুল হক, শায়েস্তাগঞ্জ আইডিয়াল স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন প্রমূখ। এছাড়াও সভায় শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ নাগরিকগণও ১০ বছর নিরবচ্ছিন্ন জমা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন।