স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে বার্ষিক মতবিনিময় সভা, বনভোজন ও আনন্দ উৎসব করেছে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ। গতকাল শনিবার সাতছড়ি জাতীয় উদ্যানে ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মী, ইউনিয়ন পরিষদ সদস্য এবং তাদের পরিবারবর্গ নিয়ে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করেন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল।
উক্ত মতবিনিময় সভা, বনভোজন ও আনন্দ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, রাসেল চৌধুরী, চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, মেটাডোর প্লাস্টিক লিমিটেডের জিএম ইঞ্জিনিয়ার মোঃ শামসুদ্দীন শামস, ম্যানেজার মোহাম্মদ রেজাউল ও মাধবপুর প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া।
এই আনন্দ উৎসবে ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য এবং তাদের পরিবারবর্গ নিয়ে সারাদিন ব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
র‌্যাফেল ড্র শেষে ইউপি চেয়ারম্যান সোহেল শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবায় নোয়াপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।
মেটাডোর প্লাস্টিক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় উক্ত মতবিনিময় সভা, বনভোজন ও আনন্দ উৎসব পরিচালনা করেন ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়া।