মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের দায়িত্ব-কর্তব্য এবং নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস এম মুরাদ আলি’র সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মুনমুন নাহার আশা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কর্মশালায় উপস্থিত সকলকে নির্বাচনী আচরণ বিধিমালা ও অর্পিত দায়িত্ব-কর্তব্য যথাযথ প্রতিপালন করার নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিট ইনচার্জগণ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র/সশস্ত্র) সকল।