চুনারুঘাট প্রতিনিধি ॥ দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। সমাজের উন্নয়নে তাদের অবদান থাকলেও তারা নিরাপত্তা ও অধিকারের দিক থেকে পিছিয়ে। সবকিছুর পরিবর্তন ঘটলেও এ দেশে নারী নির্যাতন বন্ধ হয় না। নারীর আত্মরক্ষার কৌশল, গুড টাচ, বেড টাচসহ নারী উন্নয়ন, শান্তি অর্জনের পাশাপাশি নারীর মানবাধিকার বাস্তবায়নে কাজ করছে আর্থপিডিয়া গ্লোবাল। এরই অংশ হিসেবে শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের উদয়ন উচ্চ বিদ্যালয়ে আর্থপিডিয়া গ্লোবাল নারীদের মেনস্ট্রয়াল ও প্রজনন স্বাস্থ্যবিধি সম্পর্কিত ওয়ার্কশপ, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন এবং নারীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থপিডিয়া গ্লোবালের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভী। আর্থপিডিয়া গ্লোবালের সমন্বয়কারী মো: খালিদ হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মুন্ডা সহ স্কুলের শিক্ষকবৃন্দ। এতে স্কুলের শতাধিক ছাত্রীকে প্রশিক্ষণ দেয়া হয়। গত ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর বিশ্বের সব দেশ একত্রিত হয়ে ইউএন উইমেনের ১৬ ডেইজ অব এক্টিভিজমের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম করা হয়। যাতে করে নারী ও শিশুর উপর নির্যাতন এবং সহিংসতা না হয়। আর্থপিডিয়া গ্লোবাল কর্তৃক আয়োজিত ১৬ ডেইজ অব এক্টিভিজমের মাধ্যমে মাসিক সুরক্ষা ব্যংক প্রদান, নারীদের প্রতি নির্যাতন ও সহিংসতা বিষয়ে সচেতনতা মুলক ক্যাম্পেইন করা হয়। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও প্রতিরোধে সর্বস্তরের মানুষকে উৎসাহিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের জন্য মাসিক সুরক্ষা ব্যংক হস্তান্তর করেন আর্থপিডিয়া গ্লোবালের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com