স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করার নির্দেশনা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি শনিবার সকাল ১১টায় উপজেলা সদরের আমবাগান উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সজিব আলী, শেখ শামছুল হক, ডা. অসিত রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, জেলা যুবলীগের সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূইয়া, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইফাত জামিল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বনিয়াচং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিপুল ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, আব্দুল আহাদ মিয়া ও মোঃ শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাছ মিয়া ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আছাদ মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এর আগে এমপি আবু জাহির হবিগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন এবং মরহুম মিয়া মোঃ ইলিয়াছ ও সামিউর রহমান সামি স্মরণে আয়োজন করা ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com