হবিগঞ্জ জেলা পরিষদ সহ শহরের বিভিন্ন জায়গার মোট ৭৭টি গাছ কাটার দরপত্র আহবান করেছে জেলা পরিষদ। জেলা পরিষদ আহুত দরপত্র বাতিলের দাবিতে শনিবার জেলা পরিষদের সামনে মানববন্ধন করছেন শহরের বিভিন্ন বিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এসময় বক্তারা বলেন, এই গাছগুলো অনেক বছর ধরে শহরের সৌন্দর্য ও আবহাওয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। হাজারো পাখির আবাসস্থল এই গাছগুলি। যেখানে সারা শহরে গাছপালার সংকট এবং এর প্রভাবে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে শহর, সেখানে এতোগুলো গাছ কেটে আবহাওয়া’র জন্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পায়তারা করা হচ্ছে। বৃন্দাবন কলেজের এক শিক্ষার্থী বলেন, শহরের অবশিষ্ট যে গাছপালা রয়েছে তারমধ্যে এই ৭৭টি গাছেই অধিকাংশ পাখির বসবাস। তাছাড়া গাছগুলো খুব সুশৃঙ্খল ভাবে লাগানো। এগুলো কাটা সরাসরি পরিবেশ দূষণ করার সামিল। তাই বক্তাগণ জেলা পরিষদকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com