স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ গোল চত্তর এলাকায় মধ্যরাতে বাউল শিল্পীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাউল শিল্পী সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২৫ নভেম্বর রাত প্রায় ২টায় বাউল শিল্পীদের বহনকারী প্রাইভেট কার থামিয়ে বাউল শিল্পী সালমা আক্তার ও রোমানা আক্তারের উপর হামলা করে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা শিল্পীদের কাছ থেকে স্বর্ণালংকারসহ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। হামলায় শিল্পী সালমা ও রোমানা আহত হন। রাতেই তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওই সময় বাউল সালমা ও রোমানা চুনারুঘাটের গোগাউড়া এলাকায় একটি গানের অনুষ্ঠান থেকে বাহুবলে ফিরছিলেন। এ ব্যাপারে শিল্পী রোমানা ও সালমা জানান- হামলাকারীদেরকে আমরা চিনতে পেরেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com