চাল, ডাল, তেল, পিঁয়াজসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধিকারী সরকারের পদত্যাগের দবীতে ৭ম ধাপের ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে হবিগঞ্জ-ঢাকা-সিলেট সড়কে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। গতকালের কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপির সদস্য ও জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা ওলামা দল সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, বিএনপি নেতা মুকিম চৌধুরী, মোঃ সমছুল হক, টেনু মিয়া, নূরুজ্জামান পলাশ, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, গোপায়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সদস্য সচিব শেখ সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শামীম ওসমান, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, জেলা ছাত্রদল সহ সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, মোঃ নুরুজ্জামান, জুয়েল খান, শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন, যুবদল নেতা আবুল হাসান আসাদ, এনাম খান, উজ্জ্বল আহমেদ, মিজানুর রহমান, মুবাশ্বির তুহিন, ফজলুর রহমান, এমদাদুল হক সাইফুল, তুরাব আলী, জীবন মিয়া, উজ্জ্বল মিয়া, সাজন মিয়া, মোঃ নাঈম, হৃদয় মিয়া, আকাশ প্রমূখ।
এনামুল হক সেলিম বলেন- আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের গণতন্ত্র, ভোটের অধিকারসহ যাবতীয় অধিকার হরণ করেও ক্ষ্যান্ত হয়নি। দেশের মানুষ জাতীয় নির্বাচনকে একটি উৎসব মনে করে। এই উৎসবকেও সরকার ও নির্বাচন কমিশন মিলে বেচাকেনার হাটবাজারে পরিণত করেছে যা এ দেশের জনগণ কখনও ক্ষমা করবে না। বিজ্ঞপ্তি