সাহিত্য পত্রিকা প্রত্যয় এর মোড়ক উন্মোচন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে হবিগঞ্জ সাহিত্য পরিষদ আলোচনা সভা ও পরিষদের মুখপত্র সাহিত্য বিষয়ক পত্রিকা প্রত্যয় এর ৫১তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। পরিষদের সিনিয়র সহ-সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন। বক্তব্য রাখেন লেখক অ্যাডভোকেট হুমায়ন কবীর সৈকত, পরিষদের কার্যনির্বাহী সদস্য শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক গৌতম সরকার, সহকারি অধ্যাপক লতিফ হোসেন, গবেষক সায়েদুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ, সদস্য লেখক সৈয়দ মশিরুল হুসাইন, জহুর চান বিবির মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন, পরিষদের সহ-সভাপতি আব্দুল আউয়াল তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ কুদ্দুস আলী মনোহর, কবি অপু চৌধুরী, লেখক এস এম মিজান, আমজাদ হোসেন চৌধুরী, শব্দকথা প্রকাশনের সভাপতি মনসুর আহমেদ প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com