আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচংয়ে বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসান, ওসি (তদন্ত) আবু হানিফ। বক্তব্য রাখেন শামসুল হক কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, শিক্ষিকা সাধনা রাণী সূত্রধর, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বানিয়াচং উপজেলার সাক্ষরতার হার ৭৫ শতাংশ। উপজেলার সার্বিক শিক্ষা ব্যবস্থা পূর্বের চেয়ে বর্তমানে ভালো আছে। আরও ভালো করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসছে। এর সুফল আগামী দিনে আমরা ভোগ করতে পারবো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com