![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/05/Kawsar-Ahmed-c.jpg)
শিক্ষানুগারী, দানবীর, শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত বাবু শচীন্দ্র লাল সরকারের স্মৃতির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কিবরিয়া ফাউন্ডেশন, সচেতন নাগরিক কমিটি ও মাতৃছায়া কেজি এন্ড হাইস্কুল ২৮মে বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রয়াত শচীন্দ্র লাল সরকারের সমাধীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন- জেলা সিপিবি সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর সদস্য আজমান আহমেদ, চৌধুরী মহিবুন্নুর ইমরান, রনজিত সরকার, ঝন্টু সরকার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, সহ-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, অলক দাশ ও বিজন তালুকদার প্রমুখ।
কিবরিয়া ফাউন্ডেশনের পক্ষে সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, বীর মুক্তিযোদ্ধা কিম্মত আলী, সিনিয়র সমবায় কর্মকর্তা কাউছার আহমেদ রুমেল, মোঃ হাফিজুল ইসলাম, বাদল রায়, মিহির দাশ ও রজত রায় পুস্পস্তবক অর্পন করেন।
সচেতন নাগরিক কমিটির পক্ষে সদস্য সচিব চৌধুরী ফরহাদ, মীর দুলাল ও মাতৃছায়া কেজি হাইস্কুলের পক্ষে পরিচালক বন্ধুমঙ্গল রায় পুস্পস্তবক অর্পন করেন।
পুস্পস্তবক অর্পন শেষে কলেজ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত শোকসভা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ সদ্য প্রয়াত শচীন্দ্র লাল সরকারের জীবনী তুলে ধরে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। বিজ্ঞপ্তি